ঢাকা: পদ্মা সেতুতে বসলো ১৯তম স্প্যান। আজ দুপুরে লৌহজংয়ের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যানটি জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে বসানো হয়েছে। এর মাধ্যমে সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-’রওনা দেয়। তবে প্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে সময়মতো স্প্যান বহনকারী ক্রেনটি সেতুর ২১ ও ২২ নম্বর পিলারের কাছে পৌঁছাতে পারেনি।
তাই সকাল নয়টার দিকে স্প্যান বসানোর কথা থাকলেও বসাতে দুপুর হয়ে যায় বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে আরও ৪টি স্প্যান বসানোর কথা রয়েছে।