ঢাকা: ভারতের রাজ্যসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। গতকাল রাতে বিতর্কিত এ বিলটি পাস হওয়ার একদিনের মাথায় দেশটিতে জরুরি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই সফরের কথা জানানো হয়েছে।
আজ স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে ড. মোমেন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় তিনি দিল্লি ডায়ালগ (একাদশ চ্যাপ্টার) ও ইন্ডিয়ান ওশান ডায়ালগের (চতুর্থ চ্যাপ্টার) যৌথ অধিবেশনের মন্ত্রী-পর্যায়ের সেশনে অংশ নেবেন এবং কি-নোট বক্তৃতা দেবেন।
এছাড়া, আগামী শনিবার ভারত সফরের শেষ দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লির হায়দ্রাবাদ হাউসে সকালে এক বৈঠকে মিলিত হবেন ভারতীয় কাউন্টারপার্ট এস জয়শঙ্করের সঙ্গে। ওই দিন সন্ধ্যায় তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।