বিনোদন প্রতিবেদক: গেলো সপ্তাহ ছিলো বাংলাদেশের বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের জীবনের অন্যতম স্মরণীয় সপ্তাহ। কারণ গেলো সপ্তাহেই দুটি রাষ্ট্রীয় স্বীকৃতি তার জীবনকে আরো অংলকৃত করেছে। প্রথমবারের মতো একজন গায়িকা হিসেবে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন মমতাজ বেগম। গত বুধবার এই তথ্য প্রকাশিত হয়। গত অর্থবছরে দেওয়া বার্ষিক কর বিবরণীর ভিত্তিতে সেরা করদাতা বিবেচিত হয়েছেন মমতাজ। আজ ১৪ নভেম্বর বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সেরা করদাতাদের মধ্যে টেক্স কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করবেন। এদিকে গেলো বুধবারের পরের দিনই ঘোষণা আসে মমতাজের আবারো আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির। মমতাজ বেগম ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’ সিনেমায় সেজুল হোসেনের লেখা ও বাপ্পা মজুমদারের সুরে ‘না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুড়াইতে তোমার এতো আয়োজন, আমারে ডুবাইতে তোমার এতো আয়োজন’ গানটিতে কন্ঠ দেবার জন্য মমতাজ দ্বিতীয় বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। পরপর দুইদিনে দুটি রাষ্ট্রীয় স্বীকৃতি বা সম্মাননা প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত মমতাজ বেগম।
মমতাজ বেগম বলেন, ‘সত্যি বলতে কী গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে স্বীকৃতি সেটা আমার কাছে মনে হয় দর্শকের ভালোবাসা। সিনেমাটি মুক্তির আগেই গানটি এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছিলো যে দর্শক গানটিকে সাদরে গ্রহণ করে নেয়। সিনেমাটি মুক্তির পর গানটির জনপ্রিয়তা আরো বেড়ে যায়। নানান ধরনের অনুষ্ঠানে এই গান গাওয়ার অনুরোধ আসেই। সেটা এক অন্যরকম ভালোলাগা। সেই ভালোলাগার সাথে যুক্ত হলো গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি। তাই ভালোলাগাটা আরো বেশি কাজ করছে। ধন্যবাদ গানটির গীতিকার সেজুল হোসেন ও গানটির সুরকার বাপ্পা মজুমদারকে। আর সেরা করদাতা হবার বিষয়টিও আমার জন্য অনেক বড় একটি সম্মাননা প্রাপ্তি। সত্যি বলতে কী কর দেয়াতো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমার যা যা দায়িত্ব সবই আমি সুষ্টুভাবে পালন করার চেষ্টা করি। করও তেমন একটি। আমি মনে করি প্রত্যেক নাগরিকেরই কর দেবার ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমি একজন নাগরিক হিসেবে গর্বিত। আমি এখনো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গানের জন্য কষ্ট করি, অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেই সেখান থেকে একটি অংশ কর দেই।’ এদিকে গেলো মঙ্গলবার রাজধানীর অদূরে পুবাইলে নোমান রবিনের নির্দেশনায় বাল্য বিবাহ রোধে জনসচেতনতা গড়ে তুলতে একটি তথ্যচিত্রে কাজ করেছেন। উল্লেখ্য এর আগে মমতাজ ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমাতে গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।